হোম > ছাপা সংস্করণ

নৌকার বিপক্ষে প্রচার করায় চারজন বহিষ্কার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় ওয়ার্ড আওয়ামী লীগের চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত বুধবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ৪ নেতা বহিষ্কারের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানো হয়।

সাময়িক বহিষ্কার প্রাপ্তরা হলেন বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক কাজী ফজলুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আলী আশরাফ ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার বিশ্বাস।

এ বিষয়ে বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম ফকির ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, দলীয় সভায় সিদ্ধান্ত হয় আবুল খায়ের, কাজী ফজলুর রহমান, আলী আশরাফ ও স্বপন কুমার বিশ্বাস নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে আওয়ামী লীগের বিরোধী প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন।

যা আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। এ কারণে অভিযুক্তদের দলের গঠনতন্ত্রের ধারা মোতাবেক সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’

গত সোমবার সভাপতির বাসভবনে ডাকা এ সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ ইউনিয়নসহ মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর। ইতিমধ্যে মনোনয়ন জমা ও বাছাই পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ