আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসির একটি কক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
‘ডিবেট ফর ডেমোক্রেসি’ প্রতিযোগিতাটির আয়োজন করে। চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘করোনার অভিঘাত উত্তরণে নিরাপদ অভিবাসনই উত্তম কৌশল’।
চূড়ান্ত পর্বে অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের শিক্ষক মো. মঈনুল হাসান ও ইংরেজি বিভাগের শিক্ষক ড. মো. হাবিবুর রহমান। প্রতিযোগিতায় কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষে দীপ্ত ব্রত দাশ, ফজলে রাব্বী, আল নাইম, সাবরিনা আলম ও আহমাদুল্লাহ রাফি অংশ নেন।
প্রতিযোগিতার বিষয়ে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আল নাঈম বলেন, ‘অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে আমরা কাজ করছি।’
প্রতিযোগিতায় সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন।