হোম > ছাপা সংস্করণ

শীতপোশাকের বিক্রি বেড়েছে ফুটপাতে

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ফুটপাতগুলোতে জমে উঠেছে শীতের কাপড় বিক্রি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে গরম পোশাক বিক্রির হিড়িক পড়ে গেছে। বাচ্চা এবং বৃদ্ধদের ভারী কাপড়ের চাহিদা বেশি লক্ষ্য করা গেছে।

উন্নত শপিংমল থেকে কেনা পছন্দের ফ্যাশনেবল পোশাকগুলো এই প্রচণ্ড শীতে কাজে দিচ্ছে না ফলে ফুটপাত থেকে ভারী কাপড় কিনছেন বলে জানান ক্রেতারা। উপজেলার বেশ কয়েকটি বাজারের ফুটপাতে শীতের কাপড় বিক্রির দোকানগুলোতে পুরুষের চেয়ে নারীদের বেশি ভিড় দেখা গেছে। চাহিদা বাড়ায় ফুটপাতে পোশাকের ভালো দাম পাচ্ছেন বলে জানান বিক্রেতারা।

গতকাল মঙ্গলবার উপজেলার টঙ্গিবাড়ী বাজার, আলদি বাজার, পুরা বাজার ও বালিগাঁও বাজারে গিয়ে দেখা গেছে, সকাল থেকে ফুটপাতের দোকানগুলোতে নারী-পুরুষেরা ভিড় জমাচ্ছেন। বেশি বিক্রি হচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার, মোজা, মাথার টুপি ও কম্বল।

শীতের কাপড় কিনতে আশা নীলা বেগম জানান, মার্কেটগুলোতে দাম একটু বেশি থাকায় ফুটপাত থেকে ভারী কাপড় কিনছেন তিনি। ফ্যাশনের দরকার নাই, শীতের হাত থেকে বাঁচতে পারলেই হয়।

বালিগাঁও বাজারের ক্রেতা আব্দুর রহমান বলেন, ‘ছেলেরা যে জাম্পার কিনে দিছে তাতে শীত মানে না। তাই ভারী কাপড়ের জ্যাকেট কিনতে আইছি।’

টঙ্গিবাড়ী বাজারের ফুটপাতের কাপড় বিক্রেতা নূর মোহাম্মদ বলেন, ‘আমরা ঢাকা থেকে পাইকারি লট কিন্না আনি। মার্কেটের তুলনায় আমরা অনেক কম দামে বিক্রি করতে পারি।’

আরেক বিক্রেতা হারুন বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েক দিনে বড়দের পাশাপাশি বাচ্চাদের পোশাক বিক্রি অনেকটা বেড়ে গেছে। বড়দের পোশাকের তুলনায় বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ