সাক্ষাৎকার

অসমাপ্ত কাজে মনোযোগ দেবেন শাজাহান খান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মাদারীপুর-২ আসনে (সদরের একাংশ ও রাজৈর উপজেলা) টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। গত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম নুরুজ্জামানকে ২ লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তিনি। এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক ভাবনার বিষয়ে এমপি শাজাহান বলেছেন, উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান এই মেয়াদে। আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

উন্নয়নমূলক কাজের বিষয়ে শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, হচ্ছে। সব কর্মকাণ্ডই কিন্তু শেষ হয় না। মূলত আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই আমরা উন্নয়নমূলক কাজ করতে পেরেছি। বিএনপি ও জাতীয় পার্টির আমলে উন্নয়নমূলক কাজ করা যায়নি। উন্নয়নের ব্যাপারে আমি অবশ্যই সন্তুষ্ট, তবে যে কাজগুলো বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। এগুলো শেষ করতে পারলে আমি আরও সন্তুষ্ট হব।’

শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছি। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হয়েছে। বিভিন্ন এলাকায় ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, রাস্তাঘাট, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাদারীপুর মেডিকেল কলেজ নির্মাণের ব্যাপারে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি।’

মাদকসহ অন্যান্য সমস্যা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘শুধু মাদক না, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গি—এগুলো সবই সামাজিক ব্যাধি। এখানে কিশোর গ্যাং আছে। তবে অন্যান্য জেলার চেয়ে কম আছে। এসব ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষজন যতই সচেতন হবে, ততই এগুলো কমে যাবে। তাই সচেতনতা বাড়াতে হবে। এগুলো নিয়েও কাজ করে যাচ্ছি।’

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে বিভক্তির কারণ সম্পর্কে জানতে চাইলে শাজাহান বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। দলের মধ্যে যেন সংঘাত, মারামারি না হয়—সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। তবে হ্যাঁ কেউ আমাকে পছন্দ করে, আবার কেউ করে না, এটা হতেই পারে। তবে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, আমি সবার।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ