নারায়ণগঞ্জ সদর উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার শহরের কালিবাজার ও সিদ্ধিরগঞ্জে এ জরিমানা করেন সংস্থাটির সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এই জরিমানা করা হয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে, কালিবাজারের মাউরা হোটেল, সিদ্ধিরগঞ্জের প্রাণ বল্লভ ও সোনারগাঁ মেডিসিন কর্নার।
অভিযানের বিষয়ে সেলিমুজ্জামান বলেন, সিদ্ধিরগঞ্জের প্রাণ বল্লভ সুইটস অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করছিল। এ ছাড়া ফ্রিজে বাসি বাসি মিষ্টি সংরক্ষণ করে রাখে। পাশাপাশি তাদের উৎপাদিত দই এর গায়ে কোনো তারিখ ও মূল্য ছিল না। এ সব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা ও ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার সোনারগাঁ মেডিসিন কর্নারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এই অপরাধে ফার্মেসিকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া শহরের কালিবাজার এলাকায় মাউড়া হোটেলে উৎপাদিত দই ও পায়েসের গাঁয়ে কোনো তারিখ ও মেয়াদ পাওয়া যায়নি। এই অপরাধে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।