হোম > ছাপা সংস্করণ

৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার শহরের কালিবাজার ও সিদ্ধিরগঞ্জে এ জরিমানা করেন সংস্থাটির সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এই জরিমানা করা হয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে, কালিবাজারের মাউরা হোটেল, সিদ্ধিরগঞ্জের প্রাণ বল্লভ ও সোনারগাঁ মেডিসিন কর্নার।

অভিযানের বিষয়ে সেলিমুজ্জামান বলেন, সিদ্ধিরগঞ্জের প্রাণ বল্লভ সুইটস অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করছিল। এ ছাড়া ফ্রিজে বাসি বাসি মিষ্টি সংরক্ষণ করে রাখে। পাশাপাশি তাদের উৎপাদিত দই এর গায়ে কোনো তারিখ ও মূল্য ছিল না। এ সব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা ও ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার সোনারগাঁ মেডিসিন কর্নারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এই অপরাধে ফার্মেসিকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া শহরের কালিবাজার এলাকায় মাউড়া হোটেলে উৎপাদিত দই ও পায়েসের গাঁয়ে কোনো তারিখ ও মেয়াদ পাওয়া যায়নি। এই অপরাধে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ