কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বালারহাট বাজারের ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হাছেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের সাবেক সম্পাদক রুহুল আমিন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, নাওডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির (জাপা) সভাপতি আব্দুল গফুর, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আতাউর রহমান রতন প্রমুখ।