সংগীতজগতে ভিন্ন ধারার পসরা নিয়ে সাড়া জাগানো ব্যান্ড মহীনের ঘোড়াগুলি। বাংলাদেশেও ব্যান্ডটি দারুণ জনপ্রিয়। নানা সময়েই এ দেশের শিল্পীদের কণ্ঠে শোনা গেছে এই ব্যান্ডের কাভার গান। এবার ঢাকাতেই ভিন্ন এক উদ্যোগ নেওয়া হয়েছে তাদের গান নিয়ে। ভক্তরা পুরো এক সন্ধ্যা কাটিয়ে দিতে পারবেন এই ব্যান্ডের গানের সঙ্গে।
বনানীর যাত্রা বিরতি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে মহীনের ঘোড়াগুলির গান শোনানোর আসর। নাম দেওয়া হয়েছে ‘এক সন্ধ্যায় মহীনের ঘোড়াগুলির গান’। গান গাইবেন আইয়া লেমোনস্কি, আরমিন মুসা, বহুব্রীহি, জয় শাহরিয়ার, খৈয়াম সানু সন্ধি, লাবিক কামাল গৌরব, লিমন, প্রবার রিপন, রায়হান ইসলাম শুভ্র, রেহমান ডু, রিয়াদ হাসান, শেখ সালেহীন ও সভ্যতা। আগামীকাল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে আয়োজন। শিল্পীরা গাইবেন ব্যান্ডটির তিনটি করে গান।
টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।