হোম > ছাপা সংস্করণ

রাতের আঁধারে সড়কের বাবলা গাছ কেটে বিক্রি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের চাকুলিয়া ঠাকুরতলা এলাকা থেকে রাতে অন্তত ১৫টি পুরোনো বাবলা গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত দুই সপ্তাহ যাবৎ নহাটা কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক বিনোদ রায়ের লোকজন সড়কের প্রায় ৫০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া ঠাকুরতলা থেকে সড়কের পাশে থাকা গাছ কেটে নিয়েছে। গাছ কাটার পর মাটি দিয়ে গর্ত ও গাছের গোড়া ঢেকে রাখা হয়েছে। এসব গাছে দিনে না কেটে রাতে কাটা হয়েছে বলে জানান এলাকাবাসী। গাছ বিক্রির টাকা আত্মসাৎ করতে স্থানীয় প্রভাবশালীদের সুবিধা দিয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে জানতে বিনোদ রায় সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৯৬২ সালের রেকর্ডে ওই জায়গাটির মালিক এখানকার ঠাকুর। তবে হাল রেকর্ড রাস্তার নামে আছে। জমিটা অনেকে দিন আগে মাপা হয়েছিল রাস্তার ইট পর্যন্ত ঠাকুরের জায়গার মধ্যে পড়ে। তাই গাছগুলো যে লাগিয়েছিল তাঁদের গাছের টাকা দিয়েছি। বাকি টাকা দিয়ে ঠাকুরের জায়গার উন্নয়নমূলক কাজে খরচের চিন্তা ভাবনা রয়েছে।’

বিনোদ রায় আরও বলেন, ‘১৫টি গাছ কাটার বিষয়ে আমি জানি না। আমি ২টি বাবলা আর দুইটি মরা গাছ ও একটি ফলজ কেটেছি। অন্যগুলোর বিষয়ে জানা নেই।’

এ বিষয়ে নহাটা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (নায়েব) মো. হামিদুল ইসলাম বলেন, ‘ওই জায়গাটা আবার নতুন করে মাপা হবে। বিক্রয়কৃত গাছের টাকা ফায়সালা না হওয়া পর্যন্ত খরচ না করতে বিনোদ কুমারকে বলে দেওয়া হয়েছে।’

নহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ বলেন, ‘শুনেছি ঠাকুর তলার জায়গার গাছ কাটা হয়েছে। সরকারি রাস্তার গাছ হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কাটা গাছের সংখ্যা নিরূপণ করা হবে।’

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, ‘বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ