করোনাভাইরাসের প্রকোপে গত বছর মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার টুর্নামেন্ট আয়োজনে উন্মুখ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল অংশগ্রহণকারী ছয় ফ্র্যাঞ্চাইজির নাম ও প্লেয়ার ড্রাফটের তারিখ ঘোষণার কথা ছিল। বোর্ড কর্তারা বৈঠকেও বসেছিলেন। কিন্তু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ঘিরে অনিশ্চয়তার কারণে বিপিএল নিয়ে সিদ্ধান্ত জানাতে পারছে না বিসিবি।
আগামী ২০ জানুয়ারি বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ। ২০ ফেব্রুয়ারি ফাইনাল। এরপরই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। ওদিকে নিউজিল্যান্ড সফর শেষে ১৫ জানুয়ারি দেশে ফেরার কথা মুমিনুলদের। এই ঠাসা সূচির প্রভাব পড়তে পারে বিপিএলে। টুর্নামেন্টে দলে সংখ্যা কমিয়ে ৫-এ আনার পরিকল্পনাও করছে বোর্ড। তিনটির বদলে টুর্নামেন্টের ভেন্যু হতে পারে দুটি। তবে টুর্নামেন্ট পেছানো বা বাদ দেওয়ার ভাবনা নেই বিসিবির। গতকাল সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।