নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে দুই দিন ব্যাপী ওয়ানগালা অনুষ্ঠান শুরু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ সময় তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ধরে রাখতে সারা দেশে কাজ করছে সরকার। গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে ওয়ানগালা। ওয়ানগালা মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নবান্ন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সৃষ্টিকর্তাকে তারা ধন্যবাদ জ্ঞাপন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃষিভিত্তিক প্রভাব কীভাবে তাদের আলোকিত করে তা প্রকাশ করে। তাদের ঐতিহ্য ধরে রাখতে সরকার প্রতিবছর ওয়ানগালা উৎসবের আয়োজন করে।