পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরে দুই ইউনিয়নে বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় বিজিবির পক্ষ থেকে চিরিরবন্দর থানায় একটি মামলা করা হয়।
জানা যায়, গত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের শাহ্পাড়ায় গছাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় (জরিনা স্কুল) ১০২ নম্বর কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রিসাইডিং অফিসারের ওপর জনতা চড়াও হলে পুলিশ বাঁধা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ৪ রাউন্ড গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯ নম্বর কেন্দ্রেও ফলাফল ঘোষণা নিয়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা ভাঙচুরের চেষ্টা করলে বিজিবি, র্যাব ও পুলিশ বাঁধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানান, নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে, দুটি কেন্দ্রে কেন্দ্র ভাঙচুর, হামলা, গাড়ি ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গ্যাস সেল ও সাউন্ড গ্রেনেড ও ৬ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয় বলে জানান তিনি।