হোম > ছাপা সংস্করণ

তাঁতশ্রমিক থেকে উদ্যোক্তা মাশরুমে সফলতা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সাদ্দাম হোসেন। পেশায় একজন তাঁতশ্রমিক। বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামে। প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করে অল্প সময়ে সফলতার মুখ দেখেছেন।

সাদ্দাম হোসেন প্রায় তিন মাস আগে ঢাকার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে দুই দিনের প্রশিক্ষণ নিয়েছেন। এরপর তাঁর ঘরের মধ্যে আধা শতাংশ জায়গায় ৩০০টি স্পন (বীজ) নিয়ে গড়ে তোলেন মাশরুমের খামার। খামার করতে সব মিলিয়ে তাঁর খরচ হয় ১০ হাজার টাকা।

দেড় মাস আগে থেকে তিনি মাশরুম বিক্রি শুরু করেছেন। দেড় মাসে তাঁর খরচ বাদে লাভ হয়েছে ১৪ হাজার টাকা। তিনি উপজেলার শাহজাহান আলীর ছেলে।

উদ্যোক্তা সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় তিন মাস আগে দুই দিনের প্রশিক্ষণ নিয়ে ১০ হাজার টাকা খরচ করে দেড় মাসে আমি ২৪ হাজার টাকার মাশরুম বিক্রি করেছি। প্রতি কেজি মাশরুম ৩৫০ টাকা কেজিতে বিক্রি করছি। মাশরুম চাষ করে ভাগ্য পরিবর্তন করতে পারব বলে আশাবাদী।’ বেকার যুবকদের ঘরে বসে না থেকে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পুঁজি দিয়ে মাশরুম চাষের আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত আজকের পত্রিকাকে বলেন, মাশরুম চাষে আগ্রহী ব্যক্তি কৃষি অফিস থেকে প্রত্যয়ন নিয়ে সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। কেউ প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হতে চাইলে ব্যাংক ঋণও নিতে পারবেন। উপজেলায় সাদ্দামসহ দুজন মাশরুমচাষি আছেন। তাঁদের মাশরুম চাষে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ