আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে বাগেরহাটে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে বাগেরহাট দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের আয়োজনে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এই শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নারী নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য দেন নারী নেত্রীরা। সভায় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, দুর্বার নেটওয়ার্কের খুলনা অঞ্চলের সম্পাদিকা নারীনেত্রী আম্বিয়া খাতুন, আদর্শ দুস্থ মহিলা উন্নয়ন সমিতির সভাপতি হালিমা বেগম, নারীনেত্রী লুবনা আক্তার, শিল্পি আক্তার, জোৎসনা খানমসহ বাগেরহাট সদর উপজেলার ৩০ জন নারী ইউপি সদস্য অংশগ্রহণ করেন।