কুষ্টিয়ার কুমারখালীতে ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে । ২৯ নভেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে ১১ চেয়ারম্যান পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ৬৭ টি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে শিলাইদহ ইউপি থেকে সাতটি, যদুবয়রা ইউপি থেকে ছয়টি, পান্টি ইউপি থেকে ছয়টি, চরসাদিপুর ইউপি থেকে সাতটি, কয়া ইউপি থেকে সাতটি, চাপড়া ইউপি থেকে নয়টি, সদকী ইউপি থেকে পাঁচটি, নন্দলালপুর ইউপি থেকে তিনটি, জগন্নাথপুর ইউপি থেকে পাঁচটি, বাগুলাট ইউপি থেকে সাতটি ও চাঁদপুর ইউপি থেকে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়েছে।
আরও জানা গেছে, সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য ১২২টি ও সদস্য পদে ৪৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১১ জন, ইসলামিয়া আন্দোলনের তিনজন, কংগ্রেসের একজন, জাকের পার্টির পাঁচজন, জাসদের দুজন ও স্বতন্ত্র পদে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু জানান, ৯৯ সদস্য পদের বিপরীতে ৪৩০টি ও সংরক্ষিত সদস্য পদে ৩৩ পদের বিপরীতে ১২২টি মনোনয়নপত্র জমা পড়েছে।’