দেশ টিভির ঈদের বিশেষ কমেডি শোতে দেখা যাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ‘দেশ মানে না আপনি মোড়ল’ নামের এ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের ৭ দিন রাত ৯টায়। অপু বিশ্বাস ছাড়াও এ অনুষ্ঠানে দেখা যাবে বাপ্পি চৌধুরী, অরুণা বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, তুষার খান, আরফিন রুমি ও ডি জে সনিকাকে। ঈদের এই রম্য আড্ডায় তাঁদের সঙ্গে থাকবেন মিরাক্কেল ও হা-শোর জনপ্রিয় কমেডিয়ান তারকারা। অনুষ্ঠানটির গ্রন্থনায় আছেন আলী আফতাব ও প্রযোজনায় সামিউর তুষার।