শেরপুর সার্কিট হাউসের কর্মচারী মো. আব্দুল খালেককে (৫২) অপহরণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যক্তিকে।
গত মঙ্গলবার দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই যুবক হলেন-মো. ইয়াসিন আলী (২৫) ও মো. জাহাঙ্গীর হোসেন (৩৩)। পুলিশ বলছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে, শেরপুর সার্কিট হাউসের কর্মচারী মো. আব্দুল খালেককে র্যাবের স্টিকারযুক্ত গাড়িতে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে মাগুরা থেকে আটক করে।
আটককৃত মো. ইয়াসিন আলীর বাড়ি মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর এলাকায়। জাহাঙ্গীর হোসেনের বাড়ি একই এলাকায়। এ ঘটনায় গতকাল দুপুরে আব্দুল খালেক বাদী হয়ে চারজনের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। অন্য দুই আসামি হচ্ছেন-একই জেলার মো. শিপন (২৬) ও মো. সোহেল (২৮)।