হোম > ছাপা সংস্করণ

সেই রাস্তা মেরামত শুরু হয়নি

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় কাকিনা-রংপুর সড়কের ভেঙে যাওয়া অংশের মেরামত কাজ এখনো শুরু হয়নি। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার হাজার হাজার চাকরিজীবী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষসহ রোগী প্রতিদিন কাকিনা-রংপুর সড়ক ব্যবহার করে বিভাগীয় শহর রংপুরে যাতায়াত করেন। গত বছরের ২০ অক্টোবর তিস্তার পানির তীব্র স্রোতে সড়কটির রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় ৮০ মিটারের মতো অংশ ভেঙে যায় এবং আশপাশের ২০০ মিটার মতো স্থান ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই সড়ক দিয়ে তিন দিন সম্পূর্ণ যোগাযোগ বন্ধ থাকে। পরবর্তীতে সড়কটির পাশের কাঁচা অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

রাস্তাটির ভাঙা অংশের দুপাশে বড় মোড় থাকায় রাতের বেলা কুয়াশায় ঝুঁকি আরও বেড়ে যায়। এ ছাড়া রাস্তাটির একপাশ দিয়ে যাতায়াত করতে হয় ফলে অপর পাশের যানবাহনগুলো পারাপারের অপেক্ষায় থাকতে হয়। ফলে অফিসগামী ব্যক্তি, ছাত্রছাত্রীসহ বিভাগীয় নগরী রংপুরে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোর কোনো না কোনো বিড়ম্বনায় পড়তে হয়। যাত্রীদের দাবি দ্রুত সড়কটি মেরামত করা হোক।

লালমনিরহাট থেকে রংপুরগামী মাইক্রো ড্রাইভার আরিফ মিয়া বলেন, ‘দিনে খুব কষ্ট করে ভয়ের মধ্য দিয়ে রাস্তাটি পারাপার হতে হয়। কিন্তু রাতে কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। তখন খুব ভয় হয় রাস্তা থেকে গাড়ি উল্টে পড়ে যায় কিনা। রাস্তাটি দ্রুত মেরামত করার দাবি করছি।’

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, ‘সড়কটি মেরামতের জন্য দুটি প্রাক্কলন রক্ষণাবেক্ষণ ইউনিটে পাঠানো হয়েছে প্রাক্কলন অনুমোদন হলে টেন্ডার আহ্বান করে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ