গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নজরুল ইসলাম, মো. আলী আজগর, আজির উদ্দিন, আলা উদ্দিন, মঈন উদ্দিন, মুনরি বেগম, আমীর হোসেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় গতকাল শুক্রবার ভোরে পুলিশ সদস্যরা পৃথক স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠালে আদালত তাঁদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।