ছয় বছর পর সম্প্রতি বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। একটি কনসার্টে গেয়েছেন, রেকর্ড করেছেন কয়েকটি গান। সম্প্রতি মগবাজার প্রোটিউন স্টুডিওতে নচিকেতা গাইলেন ‘ঝড় এলে আকাশ ভেঙে সূর্য হবেই নিরুদ্দেশ’ শিরোনামের নতুন গান।
লিখেছেন কবির বকুল, সুর করেছেন বেলাল খান। গীতিকার কবির বকুল বলেন, ‘বেলাল যখন সুর করে পাঠাল, তখন থেকেই ভাবনায় ছিল গানটি বিশেষ কাউকে দিয়ে গাওয়ানোর। নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্নমাত্রা পেয়েছে।’