‘কাবিং করি, সুন্দর জীবন গড়ি’-এই প্রতিপাদ্যে কোম্পানীগঞ্জে চার দিনব্যাপী চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরি বুধবার শুরু হয়েছে। কোম্পানীগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী বাচ্চু। আরও বক্তব্য দেন জেলা কাব লিডার মাহমুদুল কিবরিয়া বকুল ও উপজেলা স্কাউট কমিশনার শংকরচন্দ্র দাস।
এই কাব ক্যাম্পুরিতে কোম্পানীগঞ্জ উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল অংশগ্রহণ করে। ২৬ নভেম্বর রাতে মহাতাবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে কাব ক্যাম্পুরি।