কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত আসনের প্রার্থী সালমা বেগমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শোভাযাত্রা ও কর্মী-সমর্থকদের জন্য ভূরিভোজের আয়োজন করায় এ অভিযোগ উঠে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে তিন শতাধিক নারী ও পুরুষ কর্মী-সমর্থককে নিয়ে শোভাযাত্রা করেন সালমা বেগম। এ নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে সংরক্ষিত ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সালমা বেগম নিজ বাড়িতে শতাধিক কর্মী-সমর্থককে ভূরিভোজ করিয়ে শোভাযাত্রা বের হন। মহড়ার ভিডিও চিত্রে দেখা যায়, তিনি এবং তাঁর স্বামী নজরুল ইসলাম শতাধিক কর্মী নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িতে গিয়ে কুশলাদি বিনিময় করে ভোট প্রার্থনা করছেন।
এ বিষয়ে সালমা বেগমের স্বামী নজরুল ইসলাম মহড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শোভাযাত্রা নয়, পরিচিত হওয়ার জন্য আত্মীয়স্বজন নিয়ে বের হয়েছিলাম।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’