ফরিদপুরে গত দুই সপ্তাহে করোনা মহামারিতে মৃত্যুর হার শূন্য থাকলেও তা আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় শুধু করোনায় শনাক্ত হয়ে মারা গেছেন ৫২২ জন।
তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলেছে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানলে বাড়তে পারে শনাক্ত ও মৃত্যুর হার।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু মেডিকেলে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনা শনাক্ত এবং উপসর্গে একজন চিকিৎসাধীন ছিলেন।
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা রোগী ভর্তি হয়েছে সাতজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। এ ছাড়া আইসিইউতে রয়েছেন আরও ১৪ রোগী।