হোম > ছাপা সংস্করণ

স্ত্রীকে গলাটিপে হত্যা, ছেলেকে নদীতে নিক্ষেপ

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে স্ত্রীকে হত্যা ও ছেলেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বেদে সম্প্রদায়ের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার নাজিরপুর নৌ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেদে আবুল বাশার সরদার স্ত্রী পপি আক্তারকে হত্যার কথা স্বীকার করেন। গতকাল রোববার রাত ৯টার দিকে বোয়ালিয়া এলাকায় নদীতে নৌকায় এই হত্যার ঘটনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আড়িয়াল খাঁ নদীর নাজিরপুর পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

মুলাদী থানার উপপরিদর্শক ইউসুফ জানান, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে জেলে ও স্থানীয় বাসিন্দারা নদীতে লাশ ভাসতে দেখে থানা-পুলিশ ও নৌ পুলিশকে সংবাদ দেয়। পরে নাজিরপুর ফাঁড়ি এলাকা থেকে পপি আক্তারের লাশ উদ্ধার করা হয়। বেদেদের সংবাদ দিলে পপির মরদেহ স্বজনেরা শনাক্ত করেন।

হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ রোববার রাতেই আবুল বাশার সরদারকে আটক করে।

ওই ঘটনায় পপির ভাই চুন্নু সরদার বাদী হয়ে রোববার রাতে মুলাদী থানায় মামলা করেন। পরে মামলাটি নাজিরপুর নৌ থানায় হস্তান্তর করা হলে পুলিশ আবুল বাশারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

নাজিরপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান, আবুল বাশার সরদার তার স্ত্রীকে গলা টিপে হত্যা এবং ছেলে তুহিনকে নদীতে ফেলার কথা স্বীকার করেছেন। এখন পর্যন্ত তুহিনের সন্ধান পাওয়া যায়নি।।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ