জিগস পাজল অ্যাপ বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এই অ্যাপে আছে ১৩ হাজার এইচডি মানের ছবি, যা দিয়ে পাজল খেলা যায়।
পাজল মেলানোর খেলায় বুদ্ধির চর্চা হয়, স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়। গেম যত এগোতে থাকে, পাজলের টুকরোর সংখ্যা তত বাড়তে থাকে। ৩৬ থেকে শুরু করে ৪০০টি পাজল পিস পাওয়া যাবে এখানে।
চাইলে এখানে ফুল, চিত্রকর্ম, পশু-পাখি, প্রকৃতির ছবি মেলানো যাবে। মেলাতে পারলে তোমার নামে কয়েন জমা হবে। কোথাও আটকে গেলে তোমাকে কিছু সংকেত দেওয়া হবে।
৮৬ মেগাবাইটের অ্যাপটির রেটিং ৪.৫।
এ রকম আরও একটি অ্যাপ হলো ম্যাজিক জিগস পাজল। এতে ডিজনি, নিকেলোডিওন ও পেক্সারের সব চরিত্র দিয়ে পাজল মেলানো যাবে। সারা বিশ্বে অ্যাপটি ডাউনলোড হয়েছে ৫০ লাখবারের বেশি। এতে পাবে মিকি মাউস, আলাদিন, ফ্রোজেন, লায়ন কিংয়ের পাজল। ৬টি থেকে শুরু করে ১ হাজার ২ পিসের পাজল আছে অ্যাপটিতে। এর রেটিং ৪.৮।