গাজীপুরের টঙ্গীতে ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজারের সড়ক ও জনপথ ভবনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার বাসিন্দা রবি (২৪), হাফিজুর রহমান (৪৮) ও ফরিদ প্রকাশ মনির (২৪)। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরও পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আটজনের বিরুদ্ধে মামলা করেছে।
পুলিশ জানায়, তাঁদের গ্রেপ্তারের সময় একটি রামদা, ধারালো ছুরি, সুইচগিয়ার (ধারালো চাকু) ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়।
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’