ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্যাপন করা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা। গতকাল সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের ইয়ংডং বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়।
এ সময় বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুলপুজা, ভিক্ষু সংঘের উদ্দেশে মধু দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, চীবর দান, ভিক্ষুদের পিণ্ড দানসহ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও আকাশপ্রদীপ উত্তোলন করা হয়। এ সময় বৌদ্ধ নর-নারীরা করোনা মুক্তিসহ দেশ জাতির মঙ্গল কামনায় বুদ্ধের নিকট বিশেষ প্রার্থনা করেন।
এদিকে রাঙামাটির বৌদ্ধ বিহারগুলোতেও নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। সোমবার সকালে রাঙামাটি শহরের আনন্দ বিহারে সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দান সহ নানা দান কার্য সম্পাদন করা হয়। পুণ্যার্থীরা ভিক্ষুর কাছ থেকে পঞ্চশীল গ্রহণ করেন। এর আগে সবার সুখশান্তি কামনায় বুদ্ধ মূর্তির সামনে প্রদীপ প্রজ্বালন করেন পুণ্যার্থীরা।