মেঘনা-হোমনা সড়ককে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) অন্তর্ভুক্ত করার জন্য টেকনিক্যাল সার্ভের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলমের এক ডিও পত্রের পরিপ্রেক্ষিতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাখজানুল ইসলাম তৌহিদ স্বাক্ষরিত ১ নভেম্বর এ নির্দেশ দেন।
এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার ভাটের চর পয়েন্ট থেকে কুমিল্লা জেলার হোমনা-গৌরীপুর সড়কের ছিনাই মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কটি এলজিইডি থেকে সওজের অন্তর্ভুক্ত করার জন্য টেকনিক্যাল সার্ভের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া টেকনিক্যাল সার্ভের চূড়ান্ত রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বলেন, এ সড়কটি হোমনা, মেঘনা, দেবিদ্বার, মুরাদনগর, বাঞ্ছারামপুর উপজেলার জনগণের জন্য অতি গুরুত্বপূর্ণ সড়ক। এটিকে সওজে অন্তর্ভুক্ত করা না গেলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যাহত হবে। এ চিন্তা করেই সড়কটিকে প্রশস্ত করলে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।