হোম > ছাপা সংস্করণ

তৃতীয় ধাপের প্রচার শুরু

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। প্রথম ধাপে উপজেলার সদর ইউপি এবং আমড়াজুড়ি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আমড়াজুড়ি ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী হলেও সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার প্রার্থী হেরে গিয়েছিল।

উপজেলার পাঁচটি ইউপির মধ্যে ৪ নম্বর চিরাপাড়া–পারসাতুরিয়া ও ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে গত ১২ নভেম্বর নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত শনিবার দুপুর থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে নির্বাচনী এলাকার অলিগলি–রাস্তাঘাট, গাছ এবং সেতু ভরে গেছে পোস্টারে। গানের তালে তালে চলছে মাইকে প্রচার।

এবারের নির্বাচনে দুটি ইউপিতে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে চিরাপাড়া–পারসাতুরিয়া ইউপিতে ৫ ও সয়না রঘুনাথপুরে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

চিরাপাড়া–পারসাতুরিয়া ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক লায়েকুজ্জামান মিন্টু এবং মামুন হোসাইন। লায়েকুজ্জামান মিন্টু চশমা প্রতীক ও মামুন হোসাইন আনারস প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন। জাতীয় পার্টি-জেপির সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বজলুর রহমান খান নান্নু এবং ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে নির্বাচন করবেন শিহাব উদ্দিন কাসেমী।

এ ছাড়া উপজেলার সয়না রঘুনাথপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত রেজাউল করিম খোকন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। জাতীয় পার্টি–জেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ। তিনি সাইকেল প্রতীক নিয়ে প্রচারে নেমেছেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন গিয়াস উদ্দিন পলাশ ও চশমা প্রতীকে আবু সাঈদ। এ ছাড়া মোটরসাইকেল প্রতীকে রয়েছেন মাসুম হোসেন ও অটোরিকশা প্রতীকে আবুল কালাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগ পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ