দেড় যুগ পর আগামী ২১ ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শুরু হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা জানান, সব ঠিকঠাক থাকলে ২১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল হবে।
জানা গেছে, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়। সম্মেলনে গোলাম মোর্তুজা সভাপতি ও শরিফ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে ৩৪৯ জন কাউন্সিলর নতুন নেতা নির্বাচন করবেন। গঠিত হবে ৬৭ সদস্যের উপজেলা কমিটি। ২০১৫ সালের ১৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনের মৃত্যুর পর মুন্সি নজরুল ইসলাম দায়িত্ব পালন করে আসছেন।
তৃণমূলের নেতা–কর্মীরা জানান, সম্মেলনের দিন ঘোষণার পর তাঁদের কদর বেড়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতারা খোঁজ–খবর নিচ্ছেন। বাড়ি আসছেন।