বোরহানউদ্দিন উপজেলার দেউলা, টগবী ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শাতে বলেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।
গতকাল রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছেমতো প্রচার কার্যক্রম চালানোর দায়ে দেউলা ইউপির নৌকার প্রার্থী শাহজাদা তালুকদার, টগবী ইউপির নৌকার প্রার্থী কামরুল আহসান চৌধুরী, পক্ষিয়া ইউপির চশমার প্রার্থী আলাউদ্দিন সরদার ও একই ইউপির নৌকা প্রতীকের প্রার্থী নাগর হাওলাদারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না। এই জবাব চেয়ে শোকজ করা হয়েছে।’
জানতে চাইলে টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী কামরুল আহসান চৌধুরী বলেন, ‘কে বা কারা ১০ ডিসেম্বর রাতে স্বতন্ত্রপ্রার্থী জসিমউদ্দিন হাওলাদারের ওপর হামলা করেছেন জানি না।’