হোম > ছাপা সংস্করণ

পোলিং এজেন্টের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আন্ডারচর উচ্চ বিদ্যালয়ে এক পোলিং এজেন্টের পরিচয়পত্রে স্বাক্ষর না থাকায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাঁকে এই সাজা দেওয়া হয়।

প্রিসাইডিং কর্মকর্তা তাপস বিশ্বাস বলেন, ‘সাহেবরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আন্ডারচর উচ্চ বিদ্যালয়ে দায়িত্বরত পোলিং এজেন্ট মাজারুল ইসলাম মাসুদের পরিচয়পত্রে নামের পর স্বাক্ষর না থাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোয়ার হোসেন তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মাজারুল ইসলাম মাসুদ কালকিনি উপজেলার ক্রোকিরচর সিনিয়র দাখিল মাদ্রাসার শিক্ষক।’

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন বলেন, ‘এক পোলিং এজেন্টকে একাধিক অভিযোগে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ কেন্দ্রে সকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে নির্দিষ্ট কোন কারণে সাজা দেওয়া হয়েছে, তা জানি না। এ ছাড়া বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ