হোম > ছাপা সংস্করণ

এমবিএ পাস করে হাঁসের খামার

মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী

পটুয়াখালী শহরের পুরানবাজার এলাকার বাসিন্দা আব্দুল হাই মুন (২৭)। এমবিএ পাস করে মনমতো চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন। একপর্যায়ে ঠিক করলেন চাকরির বদলে অন্য কিছু করার। পরে বাবার পরিত্যক্ত পুকুরপাড়ে গড়ে তুলেছেন একটি হাঁসের খামার। যেখানে এখন রয়েছে ১ হাজার ২০০টি হাঁস। এই খামার নিয়ে বড় স্বপ্ন দেখছেন মুন।

জানা যায়, পটুয়াখালী শহরের ব্যবসায়ী আব্দুল জব্বার বাচ্চু মৃধার ছেলে আব্দুল হাই মুন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তবে চাকরি পাচ্ছিলেন না। তাই জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে সদর উপজেলার সারিকখালী গ্রামে বাবার পরিত্যক্ত পুকুরপাড়ে গড়ে তোলেন হাঁসের খামার।
আব্দুল হাই মুনের হাঁসের খামারে গিয়ে দেখা গেছে, এক একর জায়গাজুড়ে রয়েছে একটি পুকুর। সেখানে চরে বেড়াচ্ছে ১ হাজার ২০০টি হাঁস। পুকুরপাড়ের একটি ঘরে হাঁসের থাকার ও খাবার জায়গা। জেলার বিভিন্ন এলাকা থেকে এসব হাঁসের বাচ্চা কিনে পালা শুরু করেন তিনি। এ হাঁস লালনপালনের জন্য দুজন কর্মচারীও রয়েছে। এরা হলেন মো. সানু মৃধা (৫২) ও ইতি আক্তার (৩৫)। ইতিমধ্যে হাঁসের বয়স চার মাস হয়ে গেছে। আর এক মাস পরই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে।

মো. সানু মৃধা বলেন, ‘এই খামারে শুরু থেকে আমরা দুজনে কাজ করি। সকালে একজনে খাবার দিয়ে ছেড়ে দেয়। আবার বিকেলে ও রাতে এখানে থেকে যত্ন নিই।’

শারিকখালী গ্রামের বাসিন্দা শাহাজাহান আলী বলেন, ‘আমিও  একটা হাঁসের খামার করার পরিকল্পনা করেছি। মুনের কাছে থেকে পরামর্শ নিই।’

খামারের উদ্যোক্তা আব্দুল হাই মুন বলেন, ‘পড়াশোনা শেষ করে ঢাকায় অনেক চাকরির চেষ্টা করলেও তা পাইনি। পরে পটুয়াখালীতে আসার পরে নিজে কিছু ব্যবসা করার চেষ্টা করব বলে ভাবতে থাকি। তখনই খামারি হওয়ার ইচ্ছা জাগে। বাবার এই খালি জায়গায় হাঁসের খামার শুরু করি। অনেক শ্রম দিয়ে এখন ১ হাজার ২০০টি হাঁস পালন করছি।’

মুন আরও বলেন, ‘এক একটি হাঁসের বাচ্চা কিনতে খরচ হয়েছে ৮০ থেকে ১০০ টাকা। এই চার মাসে একটি হাঁসের দাম হয়েছে ৩০০-৪০০ টাকা। পুকুর ভরা হাঁস দেখলেই মন জুড়িয়ে যায়।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন বলেন, ‘আব্দুল হাই মুন যে হাঁসের খামারটি করেছে, সেটা প্রশংসনীয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ