দিনাজপুর পৌরসভায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় দিনাজপুর জন কল্যাণ সংস্থা শহরের প্রেসক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক জিয়াউর রহমান নওশাদের সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য ফয়সল হাবীব সুমনের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন, জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।