মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পঞ্চগড়ের একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমকে সংবর্ধনা দিয়েছে মকবুলার রহমান সরকারি কলেজ কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দুপুরে কলেজ চত্বরের বটতলার মঞ্চে বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধান।
এ সময় অন্যদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হুদা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়।
রোকেয়া বেগমকে মুক্তিযুদ্ধের সময়ে দেশপ্রেমসহ সমাজ উন্নয়নে অসামান্য অবদানের কারণে এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার দেওয়া হয়।