হোম > ছাপা সংস্করণ

আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৩ জনের মৃত্যু

মেহেরপুরের গাংনী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও বগুড়ার শিবগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।গাংনীতে দগ্ধ হন উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে দিনমজুর সাহাদুল ইসলাম (৫০)। তিনি ঢাকার একটি হাসপাতালে গতকাল শনিবার সকালে মারা যান। স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী জানান, গত বুধবার রাতে আহত হন সাহাদুল। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, সাহাদুলের পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে সহযোগিতা করা হবে।
জগন্নাথপুরে দগ্ধ ৭৫ বছর বয়সী বৃদ্ধা এশা বিবি গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের স্ত্রী। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গত শুক্রবার রাতে মারা যান। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি বিকেলে বৃদ্ধ এশার শরীরে আগুন ধরে যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বগুড়ার শিবগঞ্জে দগ্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চম্পা রানী (৭০)। তিনি  রহবল হিন্দুপাড়ার প্রফুল্লের স্ত্রী। দেউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে গুরুতর দগ্ধ হয়েছিলেন চম্পা রানী। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ