সাগরে মাছধরা ট্রলারে ডাকাতির ঘটনায় মুক্তিপণের দাবিতে তুলে নেওয়া ৭ জেলেকে উল্টো ডাকাত সন্দেহে স্থানীয় জেলেরা মারধর করেছে। গত বুধবার দুপুরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কুয়াকাটা নৌপুলিশের সদস্যরা নামবিহীন একটি মাছধরা ট্রলারসহ ৭ জেলেকে উদ্ধার করে। এরপর তাঁদের চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পৌঁছানো হয়। পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কুয়াকাটা নৌপুলিশের উপপরিদর্শক রাজীব মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার ওই সাত জেলে বরগুনার পাথরঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে কুয়াকাটা নৌপুলিশ।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রাজিব মণ্ডল জানান, স্থানীয় জেলেরা ডাকাত সন্দেহে তাঁদের হামলা ও মারধর করলেও এসব জেলেরাই ভুক্তভোগী কি না সে তথ্য যাচাই–বাছাই করা হবে। এরপর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।