রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে আরপিএমপি মিলনায়তনে এ সভা হয়।
আরপিএমপি কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। এতে সেপ্টেম্বর মাসে মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরস্কার দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মেহেদুল করিমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।