চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের বুড়াবিবি সড়কের চরের কুল এলাকায় সড়কের ওপর ধানের খড় রাখায় চলাচল ব্যাহত হচ্ছে। এক সপ্তাহ ধরে চলছে এ অবস্থা। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বুড়াবিবি সড়কের চরের কুল এলাকায় সড়কের ওপর ধানের খড় রাখা হয়েছে। এ কারণে সড়ক দিয়ে গাড়ি চলাচলে বেগ পেতে হচ্ছে। তাই অতিরিক্ত কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে যাতায়াত করতে হচ্ছে। পথচারীরা দ্রুত সড়কের ওপর থেকে এসব ধানের খড় অপসারণের দাবি জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার লেলাং ইউনিয়নের বুড়াবিবি সড়কের চরের কুল অংশে সড়কের ওপর ধানের খড় স্তূপ করে রাখায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে এলাকার লোকজনের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যান চলাচল সচল করতে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ হোসাইন বলেন, ‘প্রতিবছর ধান কাটার মৌসুম এলে এই সড়কের অর্ধেক দখল করে ধানের খড় রাখা হয়। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা দেখা দেয়। তিনি ধানের খড় অপসারণ করে সড়কে মানুষের নিরাপদ চলাচলের ব্যবস্থা করার জন্য দাবি জানান।
সিএনজিচালিত অটোরিকশা চালক মুহাম্মদ আজম বলেন, ‘সড়কে ধানের খড়ের স্তূপ থাকায় তিন কিলোমিটার ঘুরে লেলাং চাড়ালিয়াহাটে যাতায়াত করছি। এতে লোকজনের সময় এবং অর্থের ব্যয় বাড়ছে। আমাদের কিছু করার নেই।’
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আনোয়ার পাশা হানিফ বলেন, ‘এলাকার কিছু মানুষ সড়কের ওপর ধানের খড় রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন। তাঁদের কয়েকবার এ বিষয়ে বলা হয়েছে। এ নিয়ে তাঁদের মাথাব্যথা নেই। তাঁরা কারও কথা শোনেন না।’
লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় দ্রুত সেখান থেকে ধানের খড়ের স্তূপ অপসারণের উদ্যোগ নেওয়া হবে।’