চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে এতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ছয়জনের মধ্যে পাঁচজন নগরের বাসিন্দা, অন্যজন আনোয়ারা উপজেলার।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, এই সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে।