মাত্র ২৩ দিন আগে পৃথিবীর আলো দেখেছে রবিউল হাসান। সেই নবজাতক রবিউলকে নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন মা সাবেকুন নাহার।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের কদারবিলের বাসিন্দা এই নারী।
সাবেকুন নাহার বলেন, ‘মাত্র একটি ভোটের জন্যও অনেক সময় যোগ্য প্রার্থী নির্বাচিত হন না। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি।’ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হবে বলে আশাবাদী তিনি।
গতকাল উখিয়ার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনের (রাজাপালং, জালিয়াপালং, পালংখালী, রত্নাপালং ও হলদিয়ায়) ভোটগ্রহণ হয়।