হোম > ছাপা সংস্করণ

সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ১২ জুন

সিলেট প্রতিনিধি

প্রতিবছর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এক দিন হলেও করোনাভাইরাসের কারণে এবার সিলেট জেলায় চার দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

গতকাল সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, আগামী ১২-১৫ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে ভিন্নভাবে এ ক্যাম্পেইন আয়োজিত হতে যাচ্ছে। অন্যান্য বার এক দিনেই এ ক্যাম্পেইন শেষ হলে ও এবার চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সেভাবেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জেলার সব উপজেলার তদারককারী মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ বছর কোভিড-১৯ পরিস্থিতিতে আসন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়ন, প্রস্তুতি ও ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের হাতের ও ব্যবহৃত সরঞ্জামের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শারীরিক দূরত্ব নিশ্চিত করা, পর্যাপ্ত মাস্ক সরবরাহ করাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

মতবিনিময় সভায় বল হয়, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোপথ্যালমিয়ার মতো রোগ হতে পারে।

এ ছাড়া ভিটামিন ‘এ’-এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, রক্তাল্পতা দেখা দেয় ও ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়।

ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সীদের নীল ক্যাপসুল (১ লাখ ইউনিট) ও ১২-৫৯ মাস বয়সীদের লাল ক্যাপসুল (২ লাখ ইউনিট) খাওয়ানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ