চৌদ্দগ্রামে সুদের টাকা পরিশোধ না করায় ঋণগ্রহিতার পরিবারের সদস্যদের বের করে দিয়ে ঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে পৌরসভার পাঁচরা মধ্যমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম নাজমা বেগম। অভিযুক্তের নাম মোফাজ্জল পাটোয়ারী। তাঁরা একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী নাজমা বেগম জানান, দুই বছর আগে মোফাজ্জল পাটোয়ারীর কাছ থেকে মাসিক তিন হাজার টাকা সুদে এক লাখ টাকা ঋণ নেন তিনি। সাম্প্রতিক সময়ে আর্থিক সংকটের কারণে সুদের টাকা পরিশোধ করতে পারছেন না তিনি। এতে ঋণদাতা ক্ষুব্ধ হন।
মোফাজ্জল পাটোয়ারী বলেন, ‘আমি নাজমার কাছে আট মাসের সুদের টাকা পাব। সকালে টাকার জন্য গিয়ে কাউকে না পেয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে দিয়েছি।’
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ভুক্তভোগী অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।