হোম > ছাপা সংস্করণ

জনগণের স্বার্থের কথা ভাবে না সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার জনগণের কথা চিন্তা করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা। গতকাল শনিবার রাজধানীতে পৃথক কর্মসূচিতে তাঁরা এমন মন্তব্য করে বলেন, সরকারের আচরণ দেখে বোঝাই যাচ্ছে, যারা মুনাফালোভী, তাদের কাছে সরকার জিম্মি। তাই তারা ব্যবসায়ীদের স্বার্থ দেখে, জনগণের স্বার্থ দেখে না।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে মানববন্ধন করে সিপিবি। এতে অংশ নিয়ে বক্তব্য দেন সিপিবির (মার্ক্সবাদী) সভাপতি ডা. এম. এ সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আল খালিদ, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সরকার প্রমুখ। বক্তারা বলেন, এ বছরের করোনা মহামারিতে জনগণ কোনোরকম খেয়ে না-খেয়ে জীবনধারণ করছে। সরকার সেদিকে দৃষ্টি না দিয়ে আবারও কেরোসিন ও সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এই সরকার জনগণের কথা চিন্তা করে না।

এদিকে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদের ঢাকা মহানগরের সদস্যসচিব জুলফিকার আলি, মহানগর নেতা খালেকুজ্জামান লিপন, জসিম উদদীন, রোকসানা আফরোজ আশা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। তাঁরা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে সিন্ডিকেট ও মুনাফাখোরদের স্বার্থ রক্ষা করছে সরকার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ