পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মারক বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপনের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের স্টেশন সড়কে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর করেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মণ্ডল প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্প্রতি পৌর মেয়র দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপনের জন্য পরিকল্পনার কথা জানান স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাসকে। প্রস্তাবের প্রেক্ষিতে সাংসদ দ্রুত সভা করে ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটির নেতাসহ সবাইকে সম্পৃক্ত করে ম্যুরালটি স্থাপনের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র ইসাহাক আলী আজকের পত্রিকাকে বলেন, ম্যুরাল স্থাপন আর্থিক সহযোগিতা দেবেন স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা।