বরিশালের উজিরপুরে কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ ও ঋণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু মাহমুদ। সঞ্চালনা করেন উপজেলা শাখার ব্যবস্থাপক দেবাশীষ রায়।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন ব্যাপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম মৃধা, ইউসুফ হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৪৭ জন গ্রাহকের মাঝে ৪১ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।