বদরগঞ্জে কাজুবাদাম ও কফি চাষে উদ্বুদ্ধ করতে ৬০ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর।
প্রশিক্ষণ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) অশোক কুমার রায়, বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) কৃষিবিদ ড. আশিষ কুমার সাহা ও উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান।
গোলাম মোস্তফা বলেন, কাজুবাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।