হোম > ছাপা সংস্করণ

পূর্ণ আবাসিক চরিত্র ফিরে পাবে জাবি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ফারজানা ইসলাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান জাগ্রত রাখা। এই জ্ঞানচর্চার মধ্য দিয়ে দেশ, জাতি এবং বিশ্বের জন্য কাজ করতে হবে।’ গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপাচার্য এ কথা বলেন।

গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নুরুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

ফারজানা ইসলাম বলেন, ‘বিগত পাঁচ দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে ১৪ শ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এই উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হলে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টিসহ বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক চরিত্র ফিরে পাবে।’

উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ জানুয়ারি অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান—এই চারটি বিভাগে ১৫০ জন ছাত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ