রূপসা ব্রিজ টোল এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চিংড়ি মাছ ভর্তি ৩টি ট্রাকসহ ১১ জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। ট্রাকে থাকা ২১৬০ কেজি চিংড়িতে জেলি পুশ করা ছিল। এ অপরাধে ১১ জনকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন জানায়, পুশ করা চিংড়ির মালিকেরা প্রায়ই এ ধরনের বাণিজ্য করে আসছেন। দণ্ডপ্রাপ্ত ১১ জনের ৮ জন সাতক্ষীরা জেলার। তারা হলেন, গোয়ালডাঙ্গা গ্রামের শংকর মজুমদারের ছেলে দুলাল মজুমদার (৪০), নীলকন্ঠপুর গ্রামের শহিদুল গাজীর ছেলে মনিরুল গাজী (৩০), শ্রীউলা গ্রামের মো. ছিদ্দিক সরদারের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), মাড়েলা গ্রামের আ: আজিজ সরদারের ছেলে আব্দুল বারিক (৪৬), দামারপোতা গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মো. নজিবুল্লা (৩০), নাকতারা গ্রামের মো. আ: কাদেরের ছেলে মো. আবুল কালাম (৩০), মাছসখিপুর গ্রামের জলিল মোল্লার ছেলে মো. জিয়াউর রহমান (৩৩), শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সোহেল (৩২)। খুলনা কয়রা উপজেলার ২ জন হলেন, মঠবাড়ী গ্রামের মো. লকমানের ছেলে নজমাল হাসান (৩৮), শিমলারাইট গ্রামের লুৎফর মোল্লার ছেলে মো. শাহিন আলম (৩৫)। যশোর জেলার পরচাংকারা গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে শোভন মন্ডলেরও (১৯) কারাদণ্ড হয়েছে।
আসামিদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় উপজেলা নির্বাহী কর্মকতা রুবাইয়া তাছনিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ১ মাস ও ৬ জনকে ২ মাস করে জেল দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া জেলি পুশ করা চিংড়ি মাছ নদীতে ফেলে নষ্ট করার আদেশ দেন।