হোম > ছাপা সংস্করণ

নিউজিল্যান্ডে স্নাতক ও স্নাতকোত্তরের জন্য বৃত্তি

ফারিয়া ইসলাম দীপ্তি

স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ জুন ২০২২ পর্যন্ত। তবে বছরে তিনবার আবেদন করা যায়। নভেম্বর, জুন ও সেপ্টেম্বরে।

উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে প্রচুর বৃত্তির সুবিধা রয়েছে। স্বল্প খরচে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে পাড়ি জমাচ্ছেন।

এ ছাড়া পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ দেশগুলোর একটি হলো নিউজিল্যান্ড। চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত এ দেশটি এখন সেখানকার শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করেছে। তাই এটি এখন অনেকেরই পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন সেই দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আইন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। ২০২১ সালে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি’ র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ২১৫তম স্থান লাভ করে। রিসার্চের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। ১২৫ বছরের পুরোনো এই বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি ক্যাম্পাস রয়েছে।

যেসব ফ্যাকাল্টি আছে

  • ফ্যাকাল্টি অব হেলথ
  • ফ্যাকাল্টি অব সায়েন্স
  • ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
  • ফ্যাকাল্টি অব এডুকেশন
  • ফ্যাকাল্টি অব ল
  • ফ্যাকাল্টি অব আর্কিটেকচার
  • ফ্যাকাল্টি অব বিজনেস
  • ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স
  • ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট রিসার্চ

সুযোগ-সুবিধা

  • ‘টঙ্গারেওয়া স্কলারশিপ’-এর আওতাধীন এই স্কলারশিপে শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে।
  • ৫-১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে।
  • স্নাতক পর্যায়ে ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়।
  • মাস্টার্সের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়।
  • আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে।
  • নিউজিল্যান্ড বাদে যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

আবেদন যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  • নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য গণ্য নন। এটি শুধু আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
  • বৃত্তির জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রোগ্রামে ভর্তি নিতে হবে।
  • একাডেমিকে ভালো ফলধারী হতে হবে।
  • IELTS স্কোর অবশ্যই লাগবে। TOEFL হলেও চলবে।

আবেদনের প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে শিক্ষাগত সব ডকুমেন্ট। মার্কশিট, আবেদনপত্রের ফি পরিশোধের রসিদ, পাসপোর্টের ফটোকপি, স্পন্সরের কাছ থেকে পাওয়া আর্থিক দায়দায়িত্বের চিঠি ও পাসপোর্ট সাইজের ছবি। প্রয়োজনীয় সব কাগজপত্র অবশ্যই ইংরেজিতে হতে হবে।

খরচ ও অন্যান্য ব্যয়

হোস্টেলে থাকা ও খাওয়া বাবদ বছরে গড়ে ৯ হাজার ৫০০ নিউজিল্যান্ড ডলার খরচ পড়ে। এ ছাড়া পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জব করেও নিজের খরচ চালানো যায়। সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ থাকে। পড়াশোনার পর তিন বছরের কাজের অনুমতি পাওয়া যাবে। কাজের অভিজ্ঞতা থাকলে সেখানে স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: info@vuw.ac.nz এই ওয়েবসাইটে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ