হোম > ছাপা সংস্করণ

স্ট্যাম্প প্যাডে কালি না থাকায় বিড়ম্বনা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার তিন উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সরবরাহ করা স্ট্যাম্প প্যাডে কালি না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভোটারদের। অনেককে বাইরে থেকে কালি ও স্ট্যাম্প প্যাড সংগ্রহ করতে হয়েছে।

আটপাড়া উপজেলার সুনই ইউনিয়নের পিয়াজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মনসুরপুর আব্দুল হামিদ উচ্চবিদ্যালয় কেন্দ্র, স্বমুশিয়া ইউনিয়নের অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়ন পরিষদ কার্যালয় ভোট কেন্দ্র, হাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা স্ট্যাম্প প্যাডগুলোতে পর্যাপ্ত কালি নেই। কোনো কোনোটির কালি একেবারেই শুকিয়ে গেছে। এ কারণে ব্যালট পেপারে সিল মারতে গিয়ে সমস্যায় পড়তে হয় ভোটারদের। কেউ কেউ সিল মারার পর দেখেন ব্যালট পেপারে সিলের কালি লাগেনি। তিনটি ভোট দিতে একজন ভোটারকে গোপন কক্ষ থেকে বেরিয়ে পোলিং কর্মকর্তার সামনে থেকে পরপর তিনবার কালি নিতে হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা এই স্ট্যাম্প প্যাডগুলো ইংরেজিতে ‘ফ্লাওয়ার’ নাম লেখা একটি কোম্পানির তৈরি। সদর উপজেলার চল্লিশা এবং লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের কেন্দ্রগুলো থেকেও একই অভিযোগ পাওয়া গেছে।

জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। জানার পর আমরা তাৎক্ষণিক প্রতিটি কেন্দ্রেই স্ট্যাম্প প্যাড এবং লিকুইড কালি পাঠিয়েছি। এখন আর সমস্যা নেই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ